জলঙ্গীতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই


বুধবার,০২/০১/২০১৯
484

বাংলা এক্সপ্রেস---

জলঙ্গীঃ জলঙ্গীতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই। মঙ্গলবার রাত্রে জলঙ্গী থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে সাহেবনগর গ্রামে তল্লাশি চালিয়ে দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করে। পুলিস তাদের কাছ থেকে উদ্ধার করেছে ১টি 7.65mm পিস্তল, ৪টি দেশী পিস্তল, ১টি মাসকেট এবং ৪রাউন্ড তাজা কার্তুজ।

পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত আল্লারাখা শেখের বাড়ি জলঙ্গী থানার সাহেবনগর এলাকায় এবং ধৃত ছবিরুল শেখের বাড়ি জলঙ্গীর টলটলি ঘোষপাড়া এলাকায়। ধৃতরা বেআইনি অস্ত্র কারবারির সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখচ্ছে জলঙ্গী থানা। বুধবার তাদের আদালতে তোলা হলে পুলিস তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট