পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়ির সামনের জমি থেকে তাজা বোমা উদ্ধার


শুক্রবার,০৪/০১/২০১৯
466

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ বহরমপুর পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়ির সামনের জমি থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিস। শুক্রবার সকালে বহরমপুর থানার নগরাজোল এলাকা থেকে কিছু তাজা সকেট বোমা উদ্ধার হয়। পুলিস গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর পঞ্চায়েত সমিতির সদস্য বাবু শেখ ওরফে ইসরাফিল মন্ডল নামে ওই ব্যাক্তির বাড়িতে তল্লাশি চালায়। সেখানে কিছু না পেয়ে বাড়ির আশেপাশে তল্লাশি চালালে বাড়ির সামনের সরষের জমিতে ডালি ভর্তি ৯টি তাজা সকেট বোমা দেখতে পায় পুলিস।

পুলিস সকেট বোমাগুলি উদ্ধার করে এবং বোম্বস্কোয়ার্ডে খবর দেয়। বোম্বস্কোয়ার্ড না যাওয়া পর্যন্ত ওই এলাকা পুলিস ঘিরে রেখেছে। যদিও পঞ্চায়েত সমিতির সদস্য বাবু শেখ পলাতক বলেই জানা গিয়েছে। কিভাবে বা কি উদ্দেশ্যে বোমাগুলি মজুত করা হয়েছিল পুলিস খতিয়ে দেখছে। তবে তৃনমূলের একাংশের মন্তব্য যে এটা তৃনমূলের গোষ্ঠী কোন্দল। তৃনমূলের অপর এক গোষ্ঠী তৃনমূল পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে বোমা রেখে পুলিসে খবর দেয়। আর পুলিস সেই খবর পেয়ে বোমা উদ্ধার করতে আসে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট