নিজস্ব প্রতিবেদন ঃ অস্ট্রেলিয়ার মাটিতে নিজের সেরাটা দিতে প্রস্তুত তিনি। তাঁর ব্যাটিং ঝড় কিছুতেই থামাতে পারছেন না অজিরা। এদিন প্রথম থেকেই ছন্দে দেখা যায় তরুন এই খেলোয়াড়কে। চেতেস্বর পুজারার লম্বা ইনিংস মুগ্ধ করেছে সকলকে। কিন্তু অল্পের জন্য নষ্ট করলেন ডবল সেঞ্চুরী। আর তারপরেই ম্যাচের হাল ধরলেন ঋশভ পান্থ। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর ব্যাটিং সাফল্য মুগ্ধ করেছে ক্রিকেট প্রেমীদের। ঋশভ পান্থের সেঞ্চুরীর উপর ভর করে ৫০০ গন্ডি পেরোলো ভারতীয় দল। তবে এদিন এক অন্য মেজাজে দেখা যায় তাকে। সিনেমার পর্দায় বহু নায়ককে স্টান্ট করতে দেখা গেছে। কিন্তু এই প্রথম ২২ গজে সেই স্টান্ট দেখালেন তিনি। এদিন সিডনিতে ওয়াটার ব্রেকের সময় হটাত স্টান্ট দিতে দেখা যায় এই তারকা ক্রিকেটারকে। আর তা দেখে বিস্মিত গোটা ক্রিকেট মহল। অস্ট্রেলিয়ার মাটিতে তিনি যে সহজেই নজর কেড়েছেন সকলের তা বলাই যায় ।চার ম্যাচের সিরিজে ভারত এই মুহূর্তে ২-১-এ এগিয়ে রয়েছে। সিডনি টেস্ট জিততে পারলেই তৈরি হবে ইতিহাস।
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নয়া নজির গড়লেন ঋশভ পান্থ
শুক্রবার,০৪/০১/২০১৯
683
বাংলা এক্সপ্রেস---