নিজস্ব প্রতিবেদন ঃ সচিন ছিলেন সব থেকে প্রিয় ছাত্র। সেই ছাত্রও সাফল্যে শীর্ষে পৌঁছে কখনও ভুলে যাননি গুরুকে। আজকের দিনে তাই সেই মহান কোচকে শ্রদ্ধা জানাতে ভুলল না ক্রিকেট জগত।আর এদিন গুরুর মৃত্যুর খবর পেয়ে ছুটে গিয়েছিলেন ক্রিকেটের ইশ্বর । তাঁর ক্রিকেট জীবনের পথ পদর্শক ছিলেন তার কোচ আচরেকর। সময়ের সাথে সাথে যখন ক্রিকেটবিশ্ব তাকে জানতে শুরু করে, যার হাত ধরে তিনি ২২ গজের রঙ্গীন স্বপ্ন বুনেছিলেন ।তাঁর গুরুর প্রয়াণে গভীরভাবে শোকাহত তিনি। শুধু শচীন নয় এদিন আচরেকর এর বাড়িতে ভিড় জমিয়েছিলেন তাঁর অন্য ছাত্ররা। দিনের শেষে ঘুমের দেশে আচরেকর। সচিন আরও বলেন, ‘‘তাঁর আরও অনেক ছাত্রের মতো আমি ক্রিকেটের এবিসিডি শিখেছি স্যারের কাছ থেকেই। আমার জীবনে স্যারের অবদান ভাষায় ব্যাখ্যা করা যায় না। আমি যেখানে দাড়িয়ে রয়েছি তার ভিত তৈরি করেছিলেন তিনি।”
‘‘স্বর্গের ক্রিকেট সমৃদ্ধ হল আচরেকর স্যারের উপস্থিতিতে “ শচীন
শুক্রবার,০৪/০১/২০১৯
673
বাংলা এক্সপ্রেস---