নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস নয়ানজুলিতে, আহত কমপক্ষে কুড়ি


শনিবার,০৫/০১/২০১৯
399

বাংলা এক্সপ্রেস---
হরিহরপাড়াঃ নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস নয়ানজুলিতে, বাস উল্টে আহত কমপক্ষে কুড়ি। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার মামদালিপুর গ্রামে। এদিন বিকেলে একটি যাত্রীবাহী বাস বহরমপুর থেকে করিমপুর যাচ্ছিল। বহরমপুর আমতলা রাজ্য সড়ক দিয়ে যাত্রীবাহী বাস যাওয়ার সময় হরিহরপাড়া থানার মামদালিপুর এলাকায় বিপরীত গামী একটি পন্যবাহী ট্রাককে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারের নয়নজলিতে পড়ে যায়।
যাত্রীদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে হরিহরপাড়া থানার পুলিস এবং হরিহরপাড়া ব্লকের বিডিও এসে পরিস্থিতি সামাল দেয়। গুরুত্বর জখম পাঁচ জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট