নো পার্কিং জোনে অটো রাখায় পুলিশের বাঁধা


রবিবার,০৬/০১/২০১৯
595

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ আবারও অটো নিয়ে ভোগান্তি নিত্য যাত্রীদের। এদিন নো পার্কিং জোনে অটো রাখা নিয়ে সমস্যার সুত্রপাত। এরই প্রতিবাদে টানা ধর্মঘটে নেমেছেন যাত্রীরা। ফলে ভোগান্তির শিকার নিত্য যাত্রীরা। এই ঘটনাটি ঘটেছে রামপুরহাটে। সুত্রের খবর তারাপীঠের নো পার্কিং জোনে অটরিকশা না রাখার জন্যই আগেই নির্দেশিকা জারি করা হয়েছিল।তা স্বত্বেও সেখানে শনিবার সন্ধ্যায় অটো পার্ক করেন চালকরা। এর পরেই শুরু হয় বিতর্ক। এই ঘটনার প্রতিবাদে অটো বন্ধ করেছেন চালকরা।শুধু তাই নয় এর ফলে ভোগান্তির শিকার হয় অটো যাত্রীরা। ধর্মঘটের জেরে অটো চলাচল কিছুক্ষন অন্ধ থাকে।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট