জিয়াগঞ্জে ৯০কেজি গাঁজা সহ ৪ব্যাক্তি গ্রেপ্তার


রবিবার,০৬/০১/২০১৯
396

বাংলা এক্সপ্রেস---

জিয়াগঞ্জঃ মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ৯০কেজি গাঁজা সহ ৪ব্যাক্তিকে গ্রেপ্তার করল পুলিস। পুলিস গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাত্রে জিয়াগঞ্জ থানার নারকেলতলা এলাকায় দুটি ছোট গাড়িতে তল্লাশি চালিয়ে আটক করে প্রায় ৯০কেজি গাঁজা। আর এই গাঁজা পাচারে অভিযুক্ত রবিউল সেখ, মোহাম্মদুল হাসান, আকাশ বিশ্বাস এবং মিনারুল বিশ্বাস নামে ৪জনকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে আকাশ বিশ্বাসের বাড়ি রানীনগরে বাকী ৩জনের বাড়ি জিয়াগঞ্জ থানা এলাকায়।

পুলিস সূত্রে জানা গিয়েছে বাজেয়াপ্ত হওয়া গাঁজাগুলি উত্তরবঙ্গ থেকে নিয়ে এসে জলঙ্গীতে পাচার করার জন্য আনা হচ্ছিল। বাজেয়াপ্ত হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় ৬লক্ষ টাকা। ধৃতদের রবিবার আদালতে তোলা হলে পুলিস তাদের ৭দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে হবে বলে জানা গিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট