ধর্মঘটের দ্বিতীয় দিনে কোনও সাড়া মিলল না উত্তর দিনাজপুর জেলাতে


বুধবার,০৯/০১/২০১৯
393

বাংলা এক্সপ্রেস---

পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসসহ দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা সহ ১২ দফা দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি ও কেন্দ্রীয় ফেডারেশন সমূহের ডাকা সারা ভারত ৪৮ ঘন্টা সাধারন ধর্মঘটের প্রথম দিনের পড় দ্বিতীয় দিনেই কোনও সাড়া মিলল না উত্তর দিনাজপুর জেলাতে। যাতে কোন কোন সমস্যা না হয় সেই কারনে জেলার বিভিন্ন জায়গায় প্রচুর পুলিশ মতায়ন করা হয়,তার সাথে সাথে পুলিশের টহল দারি। বন্ধের দ্বিতীয় দিনে সকাল থেকেই রাস্তায় নেমেছে সরকারি বাস।

অন্যান্য দিনের তুলনায় বেসরকারী যানবাহনও রাস্তায় চলেছে৷ তবে সংখ্যায় কিছুটা কম। একটু বেলা বাড়তেই কিছু কিছু দোকানপাটও খুলতে দেখা গিয়েছে। সরকারি অফিসের হাজিরাও ছিল অন্যান্য আর পাঁচটা দিনের মতোই। বন্ধ সমর্থনকারী ট্রেড ইউনিয়নের কর্মী সমর্থকেরা রাস্তায় বন্ধ সফল করতে উদ্যোগী হলেও সাধারন মানুষ কাজে বেড়িয়েছেন বন্ধকে উপেক্ষা করেই। ৪৮ ঘন্টার সারাভারত ধর্মঘটে উত্তর দিনাজপুর জেলায় তেমন কোনও অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। সাধারন মানুষের প্রশ্ন বন্ধ কটতা কার্যকারি হবে সেটা তো দেখার বিষয় কিন্তু বন্ধের ফলে সাধারন মানুষদের সমস্যার মধ্যে পড়তে হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট