পুরুলিয়ায় শবর ভাই বোনদের মধ্যে শীতবস্ত্র প্রদান করল ‘প্রচেষ্টা’র সদস্যরা


বৃহস্পতিবার,১০/০১/২০১৯
675

বাংলা এক্সপ্রেস---

পুরুলিয়া : সমাজের পিছিয়ে পড়া গরীব দুঃস্থ অসহায়দের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে ‘প্রচেষ্টা’ সারা বছর ধরে রাজ‍্যের বিভিন্ন প্রান্তে সমাজ সেবায় অগ্রণী ভূমিকা পালন করছে। সুন্দরবনের প্রত‍্যন্ত গ্রামাঞ্চলের পিছিয়ে পড়া দুঃস্থ মৎস্যজীবী পরিবারের সন্তানদের দুর্গাপুজোতে নতুন বস্ত্র উপহার দেওয়া, কলকাতার বস্তি শিশুদের বই খাতা কলমসহ শিক্ষা সামগ্রী প্রদান,কখনও বা এন্টালির ফুটপাত বাসীদের প্রচন্ড বর্ষার দিনে ত্রিপল দিয়ে সাহায্য করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।

‘প্রচেষ্টা’ পরিবারের সহযোগিসাথী বন্ধুরা আত্মীয় স্বজন সহকর্মীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সমাজের প্রতি দায়বদ্ধতা হিসেবে দীর্ঘদিন ধরে সেবামূলক কাজ করে চলেছেন। পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বছরের বিভিন্ন সময়ের মতো পুরুলিয়া জেলার বান্দোয়ান থানার রঘুনাথপুর,বোরো থানার নুনি চাতরা, কেন্দা থানার বেঙ্গতুপি, বনকানালি সহ বিভিন্ন গ্রামের ১৬০টি শবর পরিবারের সদস্যদের মধ্যে কম্বল ও শীতবস্ত্র এবং খাদ‍্যসামগ্রী বিতরণ করেন ‘প্রচেষ্টার’ শুভানুধ্যায়ীগন। আগামীদিনে দুঃস্থ অসহায় শিশুদের বিনামূল্যে থাকা খাওয়া পড়াশোনা ও সামাজিক বিকাশের জন্য ‘প্রচেষ্টানীড়’ গড়ে তোলাই লক্ষ‍্য প্রচেষ্টা পরিবারের।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট