জেলা শাসককে যুব কংগ্রেসের ডেপুটেশন  


বৃহস্পতিবার,১০/০১/২০১৯
433

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: বৃহস্পতিবার ৬ দফা দাবির ভিত্তিতে পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিল যুব কংগ্রেস। স্মারকলিপি জমা দেওয়ার আগে পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের একটি মিছিল শহর পরিক্রমা করে এবং জেলাশাসকের অফিসের সামনে পথ সভা করে। জেলা যুব কংগ্রেসের দাবি গুলি ছিল:
(১) জেলার সরকারি হাসপাতালে রোগীদের সঠিক চিকিৎসা পরিষেবা দিতে হবে।
(২) জেলাতে সকল প্রকার মাদক দ্রব্যের বিপণন বন্ধ করতে হবে।
(৩) মদের দোকানের জন্যে কোনো নতুন লাইসেন্স জেলায় দেওয়া যাবে না।
(৪) জেলায় অবৈধ দেহব্যবসা, ডান্স বার এবং নারী পাচার বন্ধ করতে হবে।
(৫) জেলার নদীগুলিতে অবৈধ বালি খনন বন্ধ করতে হবে।
(৬) পরিবেশ দূষণকারী প্লাস্টিকের কাপ, প্লেট ব্যবহার ও বিক্রি বন্ধ করতে হবে।

মিছিল ও ডেপুটেশনে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইফুল, সহ-সভাপতি সুহাসিস পন্ডা, অঞ্জলি দিগার ও পারমিতা ঘোষ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট