জাতীয় পুরস্কার পেলেন অঙ্গনওয়াড়ি কর্মী জয়শ্রী মাহাতো


বৃহস্পতিবার,১০/০১/২০১৯
493

কার্ত্তিক গুহ---

পশ্চিম মেদিনীপুর: আইসিডিএস কেন্দ্রের শিশুদের উৎকর্ষতা বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য জাতীয় পুরস্কার পেলেন শালবনি ব্লকের ভীমপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী জয়শ্রী মাহাতো। নতুন দিল্লিতে কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রকের এক অনুষ্ঠানে দপ্তরের মন্ত্রী মানেকা গান্ধী তার হাতে টাকা ও একটি শংসাপত্র তুলে দেন৷ কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে একজন অঙ্গনওয়াড়ি কর্মীকে জাতীয় পুরস্কারের জন্য মনোনীত করে। শালবনী ব্লকের সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক জানান, শিশু, প্রসূতি মা ও অন্তঃসত্ত্বা মহিলাদের অপুষ্টি দূর করা এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকার জন্য জয়শ্রীদেবী জাতীয় পুরস্কার পেয়েছেন।পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা জানিয়েছেন, জয়শ্রীদেবী জেলার নাম উজ্জ্বল করায় তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট