অলোক ভার্মাকে সিবিআই প্রধানের পদথেকে সরানোয় রাহুলের নিশানায় মোদি


শুক্রবার,১১/০১/২০১৯
441

বাংলা এক্সপ্রেস---

অলোক ভার্মাকে সিবিআই প্রধান পদ থেকে সরানোর কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। রাফায়েল চুক্তি নিয়ে নরেন্দ্র মোদিকে প্রতিনিহত আক্রমণ করে আসছেন রাহুল গান্ধি। অক্টোবরের মাঝরাতে আলোক বর্মাকে যখন সিবিআই এর প্রধানের পদ থেকে সরিয়ে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়, তখন থেকে রাহুল নিশানা করেন মোদিকে। রাহুল তখন অভিযোগ করেন, আলোক ভার্মা রাফাল চুক্তি নিয়ে তদন্ত করবে বলে তাঁকে অসাংবিধানিক ভাবে অপসারণ করা হয়।

আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি যখন সিবিআই এর ডিরেক্টরের পদ থেকে অলোক ভার্মাকে সরিয়ে দেয়, তখন রাহুল গান্ধী ট্যুইট করে লেখেন, ‘মোদীজি ভয় পেয়ে আলোক ভার্মাকে সরিয়ে দিয়েছেন কারণ তিনি ধরা পরে যেতেন যে তিনি ৩০০০০ কোটি টাকা চুরি করে অনিল অম্বানিকে দিয়েছেন।’

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট