এই সময়টার জন্য অপেক্ষায় থাকে ওরা


শুক্রবার,১১/০১/২০১৯
396

সাদ্দাম হোসেন মিদ্দে---

বর্ষা অথবা বসন্ত এমনকি হেমন্ত এবং গীষ্ম ঋতু নিয়েও কবি,গীতিকিরদের কবিতা ও গানের ঝাপি টইটুম্বুর।শীত ঝতুকে নিয়ে তারা যেন কৃপনতা করেছেন।অথচ শীত ঋতুকে নিয়ে বাঙালির অনেক আবেগ,অনুভূতি।শীত আসলেই শুরু হয় নানা উৎসব।কোথাও পিঠে,পুলি,পায়েসের মেলা।কোথাও আবার জয়নগরের মোয়া আর নলেন গুড়ের স্বাদ।

শীত আসলে পরিবর্তন হয় মানুষের পরিধানেও।চাদর,সোয়েটার,মাফলারের পসড়া নিয়ে হাজির হয় দোকানিরা।শীত নিবারণের জন্য বাড়ীতে প্রয়োজন পড়ে নেপ,কম্বলের।আর নেপ-কম্বল তৈরির কারিগর অর্থাৎ ধুনুরিরা অপেক্ষা করে থাকে এই সময়টার জন্যই।যত শীত পড়বে তাদের বাজার উঠবে ততো।তাই ইশ্বরের কাছে তাদের যেন কামনা ইশ্বর শীত দে।বাংলার গ্রামে গ্রামে শীতের মরশুমে ঘুরে বেড়াতে দেখা যায় ধুনুরিদের।এদের বেশির ভাগের বাড়ী মুর্শিদাবাদ জেলায়।ভিনরাজ্যের অনেকেও আসেন বাংলায়।বিশেষ করে বিহার ও ঝারখন্ড থেকে আসে তারা।শীতের মরশুম শেষ চলে তারা আবার চলে যান শীত ঋতুর সঙ্গী হয়ে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট