২০১৫ সালে ধর্ষণ করে খুনের ঘটনায় মেদিনীপুর জেলা পক্সো আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল অভিযুক্তকে


শুক্রবার,১১/০১/২০১৯
431

কার্ত্তিক গুহ---

পশ্চিম মেদিনীপুর: ২০১৫ সালে ধর্ষণ করে খুনের ঘটনায় মেদিনীপুর জেলা পক্সো আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল অভিযুক্ত বাপ্পাদিত্য মাহাতকে। উল্লেখ্য ২০১৫ সালের ১৮ ই মার্চ শালবনী থানার ঢ্যাংশোলে পূজা মাহাতো নামে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। প্রধান অভিযুক্ত বাপ্পাদিত্য মাহাতোকে ২৩শে মার্চ ২০‍১৫ সালে মেদিনীপুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর থেকে টানা জেল হেফাজতে থাকে অভিযুক্ত। ১৯ জন সাক্ষী সাবুতের পর বিচারক নবনীতা রায় সাজা ঘোষণা করে শুক্রবার। অভিযুক্ত আসামি কে বিচারক যাব্বজীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে অনাদায়ে আরও ছমাস হাজতবাসের সাজা শোনায়। যদিও মৃতার পরিবার এই রায়ে খুশি নন তারা ফাঁসির দাবিতে উচ্চ আদালতে যাওয়ার কথা ভাবছেন ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট