নিজস্ব প্রতিবেদন ঃ নতুন বছরের শুরুতে নতুন চমক। কিছুদিন আগে সাত পাকে বাঁধা পরেছেন এই সেলেব জুটি। তাদের অফলাইন কেমিস্ট্রি এখন সবার জানা। সুত্রের খবর এবার রিয়েল লাইফ জুটি অন স্ক্রিনে । সুত্রের খবর কবির খানের নতুন ছবিতে স্ত্রীর ভুমিকায় অভিনয় করতে চলেছেন দীপিকা পাডুকোন। যা তাদের ফ্যান দের কাছে এক দারুন খবর । বছরের শুরুতে আবার নতুন চমক দিল এই জুটি। বলিউডে তাদের কেমিস্ট্রি নিয়ে এক সময় শুরু হয়েছিল নানান জল্পনা , কিন্তু সেই সব জল্পনার অবসান ঘটিয়ে দুই হাৎ এক হয়েছিল এই জুটির। চলতি বছরের শুরুতে নতুন ছবিতে আবার দেখা যাবে এই জুটিকে। তবে বিয়ের পর এটাই প্রথম তাঁদের একসঙ্গে অভিনয়। সব কিছু ঠিকঠাক থাকলে আবার অন স্ক্রিন আসতে চলেছে রনবীর ও দীপিকা ।
কবির খানের নতুন ছবি ‘৮৩’–তে রণবীর সিংয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন দীপিকা পাড়ুকোন।
শুক্রবার,১১/০১/২০১৯
1374
বাংলা এক্সপ্রেস---