লালগোলা থানা থেকে ২৩লিটার কোডাইন মিক্সচার সহ গ্রেপ্তার ৭


শনিবার,১২/০১/২০১৯
427

বাংলা এক্সপ্রেস---

মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের হরিহরপাড়া এবং লালগোলা থানা থেকে ২৩লিটার কোডাইন মিক্সচার সহ গ্রেপ্তার ৭।  হরিহরপাড়া থানার পুলিস গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত্রে নাজিরপুর বেলতলা মোড় থেকে ৬জনকে গ্রেপ্তার করে। পুলিস সূত্রে জানা গিয়েছে ধৃত হাসিবুর সেখের বাড়ি হরিহরপাড়া থানার প্রতাপপুর গ্রামে। সাবিরুল সেখ, হাসিব সেখ, সাহাবুদ্দিন সেখ, দিলুয়ার হোসেনের বাড়ি হরিহরপাড়া থানার রুকুনপুর গ্রামে এবং ইসমাইল সেখের বাড়ি ওই থানার খিদিরপুর গ্রামে। হরিহরপাড়া থানার পুলিশ গোপন সুত্রে খবর পায় একটি চার চাকা গাড়িতে কয়েকজন কোডাইন মিক্সচার পাচারকারীরা গঙ্গাধারী গ্রামের দিকে যাচ্ছে। পুলিস সেই সূত্র ধরে তাদেরকে আটক করে তাদের কাছ থেকে উদ্ধার হয়ে তিনটি জারে মোট ১৫ লিটার কোডাইন মিক্সচার। ধৃতদের শুক্রবার বহরমপুর আদালতে তোলা হলে পুলিস তাদের ৭দিনের পুলিস হেফাজতের আবেদন জানাবে বলে জানিয়েছে। এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় লালগোলা থানার কৃষ্ণপুর এলাকা থেকে ৮লিটার কোডাইন মিক্সচার সহ এক একজনকে গ্রেপ্তার করে লালগোলা থানার পুলিস। ধৃতের নাম আলম বিশ্বাস। বাড়ি লালগোলা থানার নতুনগ্রাম চাটাইডুবি এলাকায় বলে পুলিস জানিয়েছে। ধৃতকে শুক্রবার লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। সুত্রের খবর, লালগোলা থনার কৃষ্ণপুরের বাসিন্দা আলম বিশ্বাস স্থানীয় এক যুবকের সঙ্গে মিলিতভাবে দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য কারবারের সঙ্গে যুক্ত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি জারিক্যানে প্রচুর পরিমাণ কোডাইন মিকচার নিয়ে হাত বদলের জন্য যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিস ওই মাদক কারবারিকে মাদক দ্রব্য সহ গ্রেপ্তার করে। বেশ কিছুদিন ধরে আলম বিশ্বাসের উপর নজর রাখা হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ সূত্র মারফর খবর পেয়ে কৃষ্ণপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে বাজেয়াপ্ত হওয়া ২৩লিটার কোডাইন মিক্সাচারের আর্ন্তজাতিক বাজার মূল্য প্রায় ৪৬হাজার টাকা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট