পশ্চিম মেদিনীপুর: পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তি তে জঙ্গল মহল ভুক্ত গোয়ালতোড় শালবনী তে প্রায় প্রতিটি গ্রামেই ঘটা করে টুসু পরব পালন করা হতো। ফলদ তখন টুসুর চাহিদাও ছিল প্রচুর। কিন্তু বর্তমানে টুসুর সেই চাহিদা অনেক কমদ গিয়েছে। ফলে যারা টুসু তৈরি করে সংসার চালাতেন তাদের রুজিরোজগারে টান পড়েছে।
গোয়ালতোড়ের পশ্চিম মাইলিসাই গ্রামের অনীল চালক জানান, তিনি গত বছর সাতশ টুসু বানিয়েছিলেন এমন কি অনেক অর্ডারও ছিল। এই বছর কোনো অর্ডার নেই। ফলে টুসু এবছর অনেক কম করেই তৈরি করা হয়েছে। কম তৈরি করার কারন হল টুসুর চাহিদা আর আগের মতো নেই। আর বর্তমানে রং বা অন্যান্য সামগ্রীর যে বাজার দর তাতে টুসু করে পড়তা হয় না। তাই বর্তমানে এই মাটির কাজ কম করে অন্য কাজে ছূটতে হচ্ছে সংসারের টানে।
Auto Amazon Links: No products found.