গোপীবল্লভপুরে মোবাইল দোকানে চুরি


শনিবার,১২/০১/২০১৯
439

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম: গোপীবল্লভপুরের সারিয়া গ্রামে একটি মোবাইল দোকান থেকে গতকাল রাত ২টো নাগাদ দোকানের শিকল ভেঙ্গে চুরি গেল নগদ ৪০ হাজার টাকা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সারিয়া গ্রামে। চুরির ঘটনায় দোকানে থাকা সি সি টিভি ফুটেজে ধরা পড়ে চোরের চুরী করার কীর্তিকলাপ। প্রথমে চোর দোকানের শিকল ভেঙ্গে দোকানে উঁকি মেরে সি সি ক্যামেরা দেখে মুখে তোয়ালা পরে দোকানের ভেতরে ঢুকে কেশ বাক্স থেকে টাকা চুরি করে।

দোকানের মালিক সুমন সাউ বলেন গতকাল রাত ৩টে নাগাদ ঘুম থেকে উঠে দোকানে এসে দেখি দোকানের সামনের লাইট বন্ধ এছাড়া দোকানের সামনের আরেকটি বাল্ব খোলা, এছাড়া দোকানের শিকল ভাঙা অবস্থায় দোকানের একটি কপাট খোলা। দোকানে প্রবেশ করতেই দেখি টাকার বাক্সটি কে লোহার রোড় দিয় ভেঙে টাকা বের করা হয়েছে। সি সি টিভি ফুটেজে চোর কে সনাক্ত করতে পারেননি দোকানের মালিক সুমন সাউ। সুমন সাউ বলেন লোকটি আমাদের গ্রামের নয়, থানায় লিখিতং অভিযোগ করেছি। চুরির ঘনটার খবর পেয়ে গোপীবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দোকান থেকে একশো মিটার দূরত্বে চোরের মুখে বাঁধা তোয়ালা টি পায় পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট