পিঠে পুলির সমাহার নিয়ে মহা সাড়ম্বরে পালিত হল আদিবাসী উৎসব


রবিবার,১৩/০১/২০১৯
519

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম:  কদিন পরেই মকর পরব। তাই মাংসের পিঠে সহ বিভিন্ন রকমের পিঠেপুলি নিয়ে মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হয় গেলে আদিবাসী উৎসব। ঝাড়্গ্রাম জেলার বিভিন্ন ব্লকে এই আদিবাসী উৎসবের আয়োজন করা হয়েছিল ব্লক প্রশাসনের পক্ষ থেকে। এদিন বিনপুর দুই তথা বেলপাহাড়ি ব্লকের আদিবাসী উৎসবের উদ্বোধন করেন বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা।সেখানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলা শাসক আয়েষা রানী সহ প্রমুখ। গোপীবল্লভপুর এক ব্লক সহ জেলার অন্যান্য ব্লক গুলিতেও এদিন মহাসমারহে আদিবাসী উৎসবের সূচনা হয়।

আদিবাসী উৎসব উপলক্ষে ব্লকের আয়োজিত অনুষ্ঠান প্রাঙ্গনের স্টলে গরম গরম মাস পিঠে, ভাপা পিঠে, আসাকা পিঠে, বিউলি ডালের ভাপা পিঠে, চ্যাড়ে পিঠে বা কুরকুটের চাটনি, শুকা মাছের ঝাল সহ নানা স্বাদের খাবারও দেখা গিয়েছে। আর মকরের আগে এই পিঠে বা খাদ্য গুলির জনপ্রিয়তা ব্যাপক তুঙ্গে। আর আদিবাসী গোষ্ঠীর মহিলারাও তাদের হাতের তৈরি পিঠে গুলির জনপ্রিয়তা দেখে দারুন উৎসাহিত। মকরের আগে ঝাড়গ্রামের বিভিন্ন ব্লকে আদিবাসী উৎসব ঘিরে বাড়তি রোজগারের মুখও দেখলেন আদিবাসী মহিলাদের বিভিন্ন স্বানির্ভর গোষ্ঠী গুলি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট