চোট সত্ত্বেও অস্ট্রেলিয়ান ওপেন জেতার ব্যাপারে আশাবাদী নাদাল। অস্ট্রেলিয়ান ওপেন খেলতে নামার আগে এক প্রেস কনফারেন্সে একথা জানান নাদাল। তিনি বলেন, ক্রমাগত আমার খেলাকে আমি উন্নত করেছি। তিনি আরো বলেছেন, আমি আমার খেলাকে সব সময় উন্নত করতে চাই কিন্তু বেশ কিছু দিন ধরে চোটের কারনে, আমি টেনিসের বাইরে আছি। এটা আমার কাছে খুব দুঃখের। আশা করছি অস্ট্রেলিয়ান ওপেনে আমি ভালো ফল করতে পারবো।
এক দশক আগে ২০০৯ সালে রজার ফেডেরার কে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন নাদাল। তারপর থেকে দশ বছর কেটে গেল কিন্তু তিনি দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিততে পারেননি। যদিও এবার তিনি আশাবাদী কিন্তু ‘হ্যামস্ট্রিং ইনজুরি’ কাটিয়ে কি দ্বিতীয় বারের জন্য অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারবেন তিনি?
Auto Amazon Links: No products found.