নিজস্ব প্রতিবেদন ঃ সব তীর্থ বার বার স্নানে যে পূর্ণ লাভ হয় পণতীর্থ একবার স্নানে সেই পূর্ণ লাভ হয়ে থাকে। কারণ সেখানে সপ্ত গঙ্গা একসঙ্গে প্রবাহিত হয় উক্ত তিথিতে। তাই সব তীর্থ স্নান করলে ও পণতীর্থে স্নান আবশ্যক। তাই বলা হয় সব তীর্থ বার বার পণতীর্থ একবার। এই তীর্থে তিন দিন তিন রাত কাটিয়ে দুদিন স্নান করলেই পুন্য অর্জন হয় এবং সমস্ত পাপ মুক্তি ঘটে। আর এই গঙ্গা সাগরের মেলায় প্রধান আকর্ষণ এবং কেন্দ্রবিন্দু হল কিংবদন্তী প্রবক্তা মহামুনি কপিলের আশ্রম। কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করেই গড়ে গঙ্গাসাগরের মেলা। কপিল মুনির আশ্রম এই সাগর দ্বীপে। শুরু হয়ে গেছে গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যেই পুণ্যার্থীদের ভিড় জমেছে সেখানে। রয়েছে প্রশাসনের আটোসাটো নিরাপত্তা ।
“সব তীর্থ বার বার, গঙ্গাসাগর এক বার”
সোমবার,১৪/০১/২০১৯
982
বাংলা এক্সপ্রেস---