ছাগল ফিরে আসায় প্রাণ বাঁচল দুই বোনের


মঙ্গলবার,১৫/০১/২০১৯
502

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরের ৩ নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকার ঘটনা। বাবা টাকার অভাবে বিক্রি করেছিল ছাগল। কিন্ত যে ছাগলকে সাত দিন বয়স থেকে কোলে পিঠে করে বড় করেছে। তার মায়া আলাদা সে কথা জানে ক’জনে ? এমনকি পরিবারের সদস্যরাও তা প্রথমে বুঝতে পারেনি। খাওয়া – দাওয়া বন্ধ করে হাতের শিরা কেটে ফেলেছিল দুই বোন। শেষমেশ তাদের জীবন রক্ষা করতে জরিমানা দিয়ে ছাগলকে নিয়ে এল বাড়িতে। আধুনিক লম্বকর্ন বলেই পরশুরামের গল্প ফিরে এলে বাস্তবের মাটিতে। পরশুরামের লম্বকর্ন প্রাণ বাঁচিয়ে ছিল ম্যাজিস্ট্রেটের, আর ঝাড়গ্রামের লম্বকর্ন প্রাণ বাঁচালো দুই বোন উমা আর লক্ষ্মীর!

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট