স্কুল ছাত্রকে ধাক্কা পর্যটক বোঝাই বাসের, আহত এক


মঙ্গলবার,১৫/০১/২০১৯
460

কার্ত্তিক গুহ---

পশ্চিম মেদিনীপুর: দ্রুতগতির এক পর্যটক বোঝাই বাসের ধাক্কায় আহত এক স্কুল ছাত্র। সোমবার সকালে কেশিয়াড়ি থানার কলাবনীর ঘটনা। আহত স্কুল ছাত্রের নাম দীপ সরকার(১৭)। দীপ বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির দ্বাদশ শ্রেনির ছাত্র। স্কুল যাওয়ার সময় ওড়িষ্যা গামী এক পর্যটক বোঝাই বাস ধাক্কা মারে ওই ছাত্রকে। গুরুতর আহত অবস্থায় তাকে বেলদা গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত সোমবার সকালে আদিবাসী মেলা উপলক্ষে বেলদা থেকে নেকুড়সেনি পর্যন্ত ৭ কিমি দৌড়ের আয়োজন করা হয়েছিল। এলাকাবাসীদের দাবি ওই দৌড় প্রতিযোগিতায় জাতীয় সড়কে কোন পুলিশকর্মী না থাকায় বিকল্প রাস্তার কথা বাসের চালক না জানতে পারায় এই দূর্ঘটনা। দূর্ঘটনার জেরে বেশ কিছুক্ষনের জন্য জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। কেশিয়াড়ি থানার পুলিশ গেলে পুলিশের উপর ক্ষোভ উগরে দেয় উত্তেজিত জনতা। পরে কেশিয়াড়ি থানার সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট