নতুন বছরের শুরুতেই ধাক্কা খেল পাকিস্তান। জোহার্নেসবার্গে টেস্ট জেতার সঙ্গে সঙ্গে ৩-০ তে পাকিস্তানকে হোয়াইট ওয়াশড করে সিরিজ জিতল আফ্রিকা। ডিসেম্বরে আরব আমিরশাহীতে নিউজিল্যান্ডের কাছে ২-১ এ সিরিজ হেরেছিল পাকিস্তান। এটি সিরিজের শেষ ম্যাচ ছিল। প্রথমে ব্যাট করতে নামে দক্ষিন আফ্রিকা শুরুটা ভাল হলেও শেষের দিকে পরপর উইকেট পড়তে থাকায় আফ্রিকা ২৬২ রানে অল আউট হয়ে যায়।
দক্ষিন আফ্রিকার হয়ে সবথেকে সব থেকে বেশি রান করেন (৯০)এইডেন মাক্রম। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৮৫ রানে অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে দক্ষিন আফ্রিকা ৩০৩ রান করে, দলের হয়ে দুরন্ত ১২৯ রান করেন কুইন্টন ডি কক।পাকিস্তানের সামনে জয়ের জন্য লক্ষ মাত্রা ছিল ৩৮০ রানের। ইনিংসের শুরুটা ভাল করলেও অলিভার, রাবাডা, স্টেইনের সামনে ২৭৩ রানেই থামতে হয় পাকিস্তানকে। ফলে ১০৭ রানে ম্যাচ জিতে নিয়ে ৩-০ তে পাকিস্তানকে হোয়াইট ওয়াশড করল দক্ষিন আফ্রিকা।