মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান দেশের মানুষ, সেই আওয়াজ উঠবে ১৯-র ব্রিগেডে : ইদ্রিশ আলি


বৃহস্পতিবার,১৭/০১/২০১৯
777

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন ভারতের আপামর মানুষ। ১৯ – এর ব্রিগেডে লক্ষ লক্ষ মানুষ তারই আওয়াজ তুলবেন। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের চেয়ারম্যান তথা বসিরহাটের সাংসদ ইদ্রিশ আলি। সকল সংখ্যালঘু মানুষকে উনিশের ব্রিগেডে অংশ নেওয়ার জন্য মাইনোরিটি ফোরামের পক্ষ থেকে আবেদন জানান তিনি। ইদ্রিশ আলি বলেন, চার বছর আগে ক্ষমতায় আসার জন্য প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছিল বিজেপি।

কিন্তু ক্ষমতা দখল করার পর কোন প্রতিশ্রুতিই রক্ষা করেনি নরেন্দ্র মোদির সরকার। ১৯ – র ব্রিগেডের জন্য বৌদ্ধ ধর্মাবলম্বীরা ওই দিন কোন কর্মসূচি রাখছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান, তাঁর বার্তা শুনতে চান ১৯- র ব্রিগেডে গিয়ে। এদিনের সাংবাদিক সম্মেলনে জানালেন বৌদ্ধ ধর্মগুরু ডঃ অরুণজ্যোতি ভিক্ষু। এদিনের সাংবাদিক সম্মেলনে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা উপস্থিত ছিলেন। সাংসদ ইদ্রিশ আলি ছাড়াও রাজ্যসভার সাংসদ নাদিমুল হক ও আহম্মদ হাসান ইমরান উপস্থিত ছিলেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট