নিজস্ব প্রতিবেদনঃ শীত প্রিয় বাঙালীর কাছে শীত মানেই খেজুরের গুড় আর সাথে নলেন গুড়ের রসগোল্লা। শীত আসলেই ভোজন রসিক বাঙালী রসের নায়ক রসগোল্লার প্রেমে পরতে বাধ্য। এই মিষ্টি খেতে ভালবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া বিরল। নলেন গুড়ের রসগোল্লার কথা শুনলেই জিভে জল চলে আসে সবার। শহর কলকাতার অন্যতম সেরা খবার গুলির মধ্যে নলেন গুড়ের রসগোল্লা বেশ জনপ্রিয়। ভোজন রসিক বাঙালীর দুপুরের আহারে মিস্টি চাই। তাই রসনা তৃপ্তির সাধ মেটাতে আজকের মেনুতে রাখতে পারেন আপনার প্রিয় নলেন গুড়ের রসগোল্লা।
শীতকাল মানেই খেজুর গুড়। আর বাঙালির শীত মানেই নলেন গুড়ের রসগোল্লা।
রবিবার,২০/০১/২০১৯
1053
বাংলা এক্সপ্রেস---