২৮ ও ৩১ জানুয়ারি রাজ্যে মোদির সভা


রবিবার,২০/০১/২০১৯
745

বাংলা এক্সপ্রেস---

কলকাতাচলতি মাসেই রাজ্যে প্রধানমন্ত্রীর জোড়া সভা। ২৯ জানুয়ারি মোদির ব্রিগেড সমাবেশ পিছিয়ে ৮ ফেব্রুয়ারি স্থির করা হয়েছে। এর আগেই ২৮ এবং ৩১ জানুয়ারি প্রধানমন্ত্রীর ২টি জনসভার জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে অনুমোদন পেয়েছে রাজ্য বিজেপি।

এবিষয়ে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, “আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেডের জন্য ৮ ফেব্রুয়ারি দিনটিতে তাঁর দফতরের ছাড়পত্র পেয়েছি। এছাড়াও ২৮ এবং ৩১ জানুয়ারি এরাজ্যে দুটি জনসভার জন্য আমরা প্রধানমন্ত্রীর সময় পেয়েছি আমরা।” রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই দুটি সভার জন্য ঠাকুরনগর ও উত্তরবঙ্গের জলপাইগুড়িকে চিহ্নিত করেছেন রাজ্য নেতৃত্ব। তবে দিন নিশ্চিত হলেও স্থান নিশ্চিত নয় বলেই জানিয়েছেন রাহুল সিনহা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট