ঝাড়গ্রামে সোনার দোকানে দুঃসাহসিক চুরি


সোমবার,২১/০১/২০১৯
539

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরে মেন রোড সংলগ্ন একটি সোনা দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। পুলিসের দাবি, শনবিার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। সোনা ও রূপো মিলিয়ে প্রায় তিন লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে বলে দোকান মালিকের দাবি। তবে শহরের বুকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, শহরের রঘুনাথপুর এলাকায় মহাপাত্র মার্কেট কমপ্লেকসে রয়েছে ওই সোনা দোকানটি। রবিবার সকালে অন্য এক ব্যবসায়ী এসে দেখেন দোকানের সাটারটি ভাঙা রয়েছে। খবর পেয়ে দোকানে মালিক সঞ্জয় পাল আসেন।

খবর পেয়ে পুলিস ঘটনার তদন্তে আসে। তবে দুষ্কৃতিরা গ্রীল ও লোহার গেটের তালা ভেঙে ওই ওই কমপ্লেকসে ঢুকেছে। তবে সাটার লাগানো ওই সোনার দোকানের তালা ভাঙে নি। দেওয়ালের পাশ থেকে সাটার তেড়ে ওই দোকানের ভিতরে ঢুকেছে। দোকানের ভিতরে সমস্ত জিনিস ও লকারের তালা ভেঙে সমস্ত জিনিস চুরি করেছে। সোনা দোকানের মালিক সঞ্জয় পাল বলেন, শনিবার রাত সাড়ে ন’টা নাগাদ দোকানে তালা লাগিয়ে বাড়ি গিয়েছিলাম। এদিন সকালে পাশের এক দোকানদার ফোন করে বিষয়টি জানায়। দোকানের প্রায় ৪০ গ্রাম সোনা ও ৫ কেজি রূপো চুরি ছিল। সব চুরি হয়ে গিয়েছে। থানায় অভিযোগ জানিয়েছি। পুলিস জানিয়েছে, তদন্ত করে করে দেখা হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট