ফেসবুক বাড়ি ফেরাল বৃদ্ধাকে


সোমবার,২১/০১/২০১৯
434

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম: এক শিক্ষকের ফেসবুক পোস্ট এর সূত্র ধরে বাড়ি থেকে উধাও এক মহিলার খোঁজ পেলেন তাঁর পরিজনরা। ঝাড়গ্রামের জঙ্গলখাস ইংরেজি মাধ্যম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুদীপ্ত নায়েক পৌষ সংক্রান্তির দিনে লােধাশুলিতে দেশের বাড়িতে গিয়েছিলেন। রাস্তায় এক মহিলাকে উদভ্রান্তের মতাে ঘুরতে দেখে পিঠে খাইয়েছিলেন তিনি। খাওয়ার ফাঁকে সুদীপ্ত বছর পঁয়তাল্লিশের ওই মহিলার সঙ্গে কথা বলে জানতে পারেন, তাঁর নাম মিঠু মিত্র, বাড়ি বরাহনগরে।

এরপরই মহিলার ছবি দিয়ে ফেসবুকে পােস্ট দেন সুদীপ্ত। মিঠুদেবীর বাড়ির করে যােগাযােগ করেন। মিঠদেবীর লোকজন সুদীপ্তাকে মেসেঞ্জার-কল পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের অক্টোবরে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান মানসিক ভারসাম্যহীন মিঠুর দেবী। ওই সময়ে মিঠু দেবীর প্রিজন কাশীপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। ঝাড়গ্রাম থানায় জানালে মিঠুদেবীকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করানাে হয়েছে। রবিবার ঝাড়গ্রাম জেলা হাসপাতালে মিঠু মিত্রের পরিবারের লাকজন এসে মিঠু মিত্রকে নিয়ে জান

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট