হাতির হামলায় মৃত্যুর প্রতিবাদে পথ অবরোধ


সোমবার,২১/০১/২০১৯
418

কার্ত্তিক গুহ---

পশ্চিম মেদিনীপুর: বার বার হাতির হামলায় প্রা যাচ্ছে সাধারন মানুষের। শনিবার রাত্রে হাতির হামলায় মৃত্যু হয় শালবনী ব্লকের ভীমপুর অঞ্চলের কদমাশোল গ্রামের হরিশ মাহাতর। ফ্লে আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা। জঙ্গলমহলের মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে হাতির আক্রমনের ফলে।

এদিন মৃতদেহ গ্রামে এসে পৌঁছাতেই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। এর স্থায়ী সমাধানের উদ্দেশ্যে লালগড় মেদিনীপুর রাস্তা অবরোধ করে এলাকার মানুষজন। পিড়াকাটার সামনে পিডরাকুলিতে পথ অবরোধে সামিল হয়। অবরোধকারীদের দাবী হাতির দ্বারা হামলার স্থায়ী সমাধান না হলে এই অবরোধ চলবে। ঘটনা স্থলে পৌঁচেছে পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। এসেছেন বনিদপ্তরের আধকারিকরাও। এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে আছে লালগড় মেদিনীপুর রাজ্য সড়ক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট