আজ ঘটনাটি গটেছে হুগলীর রিষড়ায় কুড়ি নম্বর ওয়ার্ড এর 3 নম্বর এলাকায়। হঠাৎ একটি বাড়িতে আগুন লেগে যায়. এবং সাথে সাথে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করার জন্য নানা দিক থেকে জল ঢেলে চেষ্টা করে আগুন নেভানোর কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণ করতে পারেনা, পরে কোন্নগর থেকে দমকল কর্মীরা এসে তাঁদের একটি ইঞ্জিন সাহায্যে এই আগুন নিয়ন্ত্রণ আনেন। আগুনে ভস্মীভূত বাড়ির সদস্য জানান তিনি রাতে মোমবাতি জ্বালিয়ে ঘুমিয়ে ছিলেন হঠাৎ ভোর ৩টে নাগাদ মোমবাতি মশারিতে লেগে চারিদিকে ছড়িয়ে পরে এবং তিনি বেরা ভেঙে সেইখান থেকে নিজেকে প্রাণে বাঁচায়।
মোমবাতির আগুন থেকে একটি বাড়ি ভস্মীভূত হয়ে গেল, এলাকায় চাঞ্চল্য
সোমবার,২১/০১/২০১৯
582
বাংলা এক্সপ্রেস---