বাঙালীর প্রিয় পর্যটন কেন্দ্র গুলির মধ্যে অন্যতম দীঘা


মঙ্গলবার,২২/০১/২০১৯
7067

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ দীঘায় জাননি এমন মানুষ খুঁজে পাওয়া জা সত্যিই কঠিন। অল্প সময়ের মধ্যে কাছে পিঠে বেরিয়ে আসার অন্যতম সেরা ঠিকানা দীঘা। গরম হোক আ শীত দীঘার প্রতি প্রেম রয়েছে ভ্রমন পিপাসুদের। সমুদ্র বলতেই বাঙালির ফার্স্ট চয়েস দিঘা। সপ্তাহান্তের ছুটিতে পরিবারের অন্যদের বা বন্ধুদের সঙ্গে হৈ চৈ করা আর সমুদ্রের জলে গা ভেজানোর জন্য হাতের কাছের দিঘা  সবারই প্রিয়।  তাই এই উইকেন্ডে আপনিও বেরিয়ে পরতে পারেন দীঘার উদ্দেশ্যে। সমুদ্রের পাড়ে বসে বেলা কিভাবে বয়ে যায় বোঝাই যায় না। শহর ছেড়ে একটু দূরে ভ্রমন পিপাসুদের সেরা ঠিকানা দীঘার সমুদ্র সৈকত। সাথে নিরিবিলি পরিবেশ আর সমুদ্র তটের পাশে ঝাউবন। ছবি তোলার আদর্শ জায়গা। দিন দিন দিঘা সমুদ্রতটে পর্যটকের ভিড় বাড়ছে ৷ পরন্ত বিকেলে সমুদ্রের মনোরম পরিবেশ আর সাথে প্রাকৃতিক সৌন্দর্‍্য আপনাকে মুগ্ধ করবে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট