পশ্চিমবঙ্গে ফরেষ্ট ১৪ শতাংশ থেকে, বাড়িয়ে ৩০ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা


বৃহস্পতিবার,২৪/০১/২০১৯
698

বাংলা এক্সপ্রেস---

আগামী দিনে পশ্চিমবঙ্গে ফরেষ্ট যেখানে ১৪ শতাংশ রয়েছে, সেখানে বাড়িয়ে ৩০ শতাংশ নিয়ে যেতে হবে। কলকাতা অনেক  গুলি গাছ মারা গিয়েছে, সেগুলিকে আর যত্ন করতে হবে।

আমরা আর জায়গা খুঁজেছি শহরের পাশাপাশি জায়গা যেখানে বন দপ্তর কে বাঁচানো যায়। আমাদের বেঁচে থাকার জন্য বন অঞ্চলের গুরুত্বপূর্ণ রয়েছে। আজ কলকাতা ফুল মেলার মধ্যে দিয়ে আরেক টি আরবান ফরেষ্ট হলো। গাছ লাগানো নিজেও বাঁচাও অন্য কে বাঁচতে দাও। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, যেখানে খুশি সেখানে গাছ লাগাতে হবে।

কলকাতা ফুল মেলা, চলবে ২৪ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত। এবার ১৬ তম বর্ষ। ইডেন গার্ডেনে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন মেয়র ববি হাকিম। মেলাতে দেখতে পাওয়া যাবে বিভিন্ন রকমের ফুল, বাহারি গাছ, ক্যাকটাস, বন সাই, সহ নার্সারি গাছ ও সরঞ্জাম বিভিন্ন ধরনের বন থেকে পাওয়া বিভিন্ন ধরনের প্রচার ছবি।মোট ১০.১২ স্টোল তৈরি করা হয়েছে। আয়োজনে নগর বিনোদন বনায়ন বিভাগ ও বন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট