গুরুতর আহত অবস্থায় ট্রেন লাইনের কাছ থেকে যুবককে উদ্ধার – হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা চিকিৎসকের


শুক্রবার,২৫/০১/২০১৯
671

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: ট্রেন লাইনের কাছ থেকে ক্ষত-বিক্ষত গুরুতর আহত অবস্থায এক় যুবককে উদ্ধার করল রেল পুলিশ।পরে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এবং আঙ্গুয়া রেলস্টেশনের মাঝে। মৃতের নাম দীনবন্ধু গিরি(৩৫)। বাড়ি উড়িষ্যার বালেশ্বরের পুতিনা গ্রামে।

রেল সূত্রে খবর, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রেল পুলিশ দাঁতন এবং আঙ্গুয়া স্টেশনের মাঝখান থেকে গুরুতর অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। এদিকে স্থানীয়দের দাবি- “ডাউন ভদ্রক হাওড়া বাঘাযতীন প্যাসেঞ্জার, কিংবা বালেশ্বর গামী ডিএম লোকাল থেকে পড়ে আহত হয়েছেন ওই যুবক।”

শুক্রবার সকালে রেল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে আননা হলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। আহত দীনবন্ধুর মাথায় এবং মুখে গভীর আঘাতের ক্ষত রয়েছে। তবে মৃত্যুর দুই সম্ভাব্য কারণ কে নিয়ে তদন্ত শুরু করছে রেল পুলিশ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট