মুর্শিদাবাদঃ আজ প্রজাতন্ত্র দিবস। সারা দেশের সাথে মুর্শিদাবাদ জেলাতেও যথোচিত মর্যাদার সহিত পালিত হল ৭০তম প্রজাতন্ত্র দিবস। শনিবার সকাল ৯.০৫মিনিটে বহরমপুর ব্যারাকস্কোয়ার ময়দানে জাতীয় পতাকা উত্তোলন মুর্শিদাবাদ জেলাশাসক পি উলগানাথন। সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ জেলা পুলিস সুপার শ্রী মুকেশ কুমার। এদিন পতাকা উত্তোলনের পাশাপাশি জেলাবাসীর উদ্দেশ্যে স্বাগত ভাষন দেন জেলাশাসক পি উলগানাথন। তারপর শুরু হয় বর্নাঢ্য কুচকাওয়াজ এছাড়াও জেলার উন্নয়ন মূলক বিভিন্ন ট্যাবলো প্রদর্শন করানো হয় এখানে। শিলায়ন হোমের মেয়েরা নিত্য প্রদর্শন করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সমস্ত আধিকারিকগন। এই অনুষ্ঠান দেখতে মাঠে ভিড় জমান অসংখ্য জেলাবাসী।
Auto Amazon Links: No products found.