সাহিত্যের প্রাণ কবিতা আর কবিতার প্রাণ বইমেলা; বইপ্রেমী মানুষদের মিলনক্ষেত্র হয়ে উঠল ভাঙড়ের জেলা বইমেলা


শনিবার,২৬/০১/২০১৯
544

শুভ বিশ্বাস---

আমরা জানি বই মানুষের সবথেকে প্রিয় বন্ধু,  আর সেই বইপ্রেমী মানুষদের জন্য ভাঙ্গড়ে আয়োজিত হল জেলা বইমেলা।  বইপ্রেমী মানুষদের মিলনক্ষেত্র হয়ে উঠল ভাঙড়ের জেলা বইমেলা। প্রথম দিন থেকেই  নজর কেড়েছে এই বইমেলা। মেলার প্রথম দিন থেকেই কবি , সাহিত্যিক থেকে শুরু করে চাঁদের হাট বসেছিল এই বইমেলায়।  সপ্তাহব্যাপি এই মেলাকে ঘিরে উৎসবের আমেজ এলাকা জুড়ে ।সকাল থেকেই বইমেলা প্রাঙ্গন জুড়ে উপছে পরছে ভিড়।। সাধারনত এই মেলায় কলকাতার নামী দামী পাবলিশার্স এসেছে। ছোট দের জন্য রয়েছে নানা ধরনের বই এর সম্ভার। এছাড়া কবি, সাহিত্যিক সকলের উপস্থিতি এই মেলাকে আরো জনপ্রিয় করে তুলেছে। ভাঙড়ের ঐতিহ্য, ও সংস্কৃতির এক অন্যমাত্রা এনে দিয়েছে এই বইমেলা। বইমেলার প্রতিটি দিন জুড়ে অনুষ্ঠিত হচ্ছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার বিশেষ আকর্ষণ হল,শিশুদের জন্য কিডস জোন,ফ্রি ওয়াই-ফাই পরিষেবা,ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রভৃতি। অপ্রীতিকর যেকোন ঘটনা এড়াতে গোটা মেলা চত্তরকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে।থাকছে পর্যাপ্ত পুলিশি ব্যাবস্থা।অগ্নি নির্বাপনের ব্যাবস্থাও রয়েছে।থাকছে মেডিকেল ক্যাম্প ও পানীয় জলের ব্যাবস্থা। এছাড়া মেলা চত্বর জুড়ে রয়েছে নানা ধরনের বইয়ের স্টল, পাঠকরাও প্রতিদিন ভিড় জমাচ্ছে মেলা চত্বর জুড়ে। কলকাতা বইমেলার আগে নতুন চমক  এনে দিল এই জেলা বইমেলা। সাধারনত অনেকেই নতুন বই বা তাঁর প্রিয় লেখকের বইয়ের খোঁজে আসেন বইমেলায়। তবে সব ধরনের পাঠকদের জন্য নানান বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছেন কলকাতার নামীদামী পাবলিসার্সরা। এছাড়া এলাকার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও ভিড় জমাচ্ছে মেলা প্রাঙ্গণে। হাতের নাগালে প্রিয় লেখকের বই পেয়ে তাঁরা আজ খুব খুশি। তবে বলা যায় ভাঙড়ের ঐতিহ্য, সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে এই বইমেলায়।    মেলার পরিবেশ ও চারিপাশ সাথে উপস্থাপনা মুগ্ধ করেছে সাধারন মানুষকে। আট  থেকে আশি সকলেই ভিড় জমাচ্ছেন মেলা প্রাঙ্গনে। বলা যেতে পারে শহরের জৌলুস এখন জেলা বইমেলাতেও। রাজনীতির আঙ্গিনার বাইরে এক অন্য ভাঙর এর প্রতিচ্ছবি এনে দিল এই বইমেলা। মেলার প্রথম দিন থেকেই কবি , সাহিত্যিক থেকে শুরু করে চাঁদের হাট বসেছিল এই বইমেলায়। এছাড়া এই মেলায় ছোটদের জন্য বিশেষ আকর্শন এনে দিয়েছে মজারু। বইমেলায় প্রথম দিন থেকেই এই স্টলটিতে ভিড় জমাচ্ছে ক্ষুদেরা। ছোটদের নানান কার্টুন , এছাড়া তাদের বর্নময় উপস্থাপনা মুগ্ধ করেছে শিশুমনকে। বর্তমানে অনেক শিশুরাই আজ কার্টুন দেখতে বা গেম খেলতে বেশি ভালোবাসে কিন্তু তাদেরকে আনন্দের অন্য মাত্রা দিতে এছাড়া তাদেরকে বইয়ের সাথে সাথে পারিপার্শিক পরিবেশ ও শিশুমনের নানান জমে থাকা প্রশ্নের উত্তর দিতে তাঁরা আজ হাজির হয়েছেন এই জেলা বইমেলায়। এক বর্নময় উপস্থাপনা সাথে বইপড়ার বইপ্রেমীদের এখন নতুন ঠিকানা ভাঙরের জেলা বইমেলা। বলা যায় বইমেলা কমিটির অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা এই বছর স্বার্থক হয়েছে এই জেলা বইমেলায়।

 

 

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট