ইউএস ওপেনের পর, অস্ট্রেলিয়ান ওপেনও জিতলেন ওসাকা


শনিবার,২৬/০১/২০১৯
645

বাংলা এক্সপ্রেস---

ইউএস ওপেনের পর অস্ট্রেলিয়ান ওপেনও জিতলেন জাপানের নাওমি ওসাকা। তিনি হারালেন চেক রিপাবলিকের পেত্রা কেভিতোভাকে। নাওমি কেভিতোভাকে হারালেন ৭-৬, ৫-৭, ৬-৪ এ। এটা নিয়ে পরস্পর দুটো খেতাব জিতলেন তিনি। ওসাকাই প্রথম জাপানি তারকা যিনি মহিলা টেনিসে, এক নম্বর স্থান অধিকার করবে। সোমবারে ডব্লিউ টি এর পক্ষ থেকে সরকারি ভাবে জানানো হবে। ম্যাচ জেতার পর ওসাকা বলেছেন, আমার প্রথম থেকেই এই টুর্নামেন্ট জেতার ইচ্ছা ছিল। সব সময় অস্ট্রেলিয়ান ওপেন জেতার স্বপ্ন ছিল, শেষ পর্যন্ত আমি সেটা অর্জন করতে পারলাম।

অন্যদিকে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের বিভাগে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ। গ্র্যান্ডস্লামের ফাইনালে নাদালের বিরুদ্ধে জোকোভিচ এর পারফরম্যান্স ভাল থাকায় ম্যাচে নামার আগে মানসিকভাবে জোকোভিচই এগিয়ে থাকবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট