ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য


রবিবার,২৭/০১/২০১৯
432

বাংলা এক্সপ্রেস---

হরিহরপাড়াঃ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হরিহরপাড়ায়। মৃতের নাম প্রহ্লাদ ঘোষ(৪৩)। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে হরিহরপাড়া থানার থানারপাড়া গ্রামে। সূত্রের খবর শুক্রবার রাত্রে মৃত প্রহ্লাদ ঘোষকে কেউ একজন ডেকে নিয়ে যায়। তারপর রাত্রে সে আর বাড়িতে ফেরেনি। সকালে অনেক খোঁজাখুঁজি করার পর বাড়ি থেকে প্রায় ১কিমি দূরে একটি বাগানে ঝুলন্ত অবস্থায় দেখা যায় প্রহ্লাদকে।

তারা হরিহরপাড়া থানায় খবর দিলে পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। যদিও মৃত প্রহ্লাদ ঘোষের স্ত্রীর অভিযোগ মৃত প্রহ্লাদ গ্রামে গ্রামে দুধ বিক্রি করত। কিছুদিন আগে এক ক্রেতার সঙ্গে প্রহ্লাদের ঝামেলা হয়। ওই ক্রেতারাই তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করে ঝুলিয়ে দিয়েছে বলে তিনি জানিয়েছে। পুলিস মৃতদেহটি ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হরিহরপাড়া থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট