নিজস্ব প্রতিবেদন ঃ সম্প্রতি জুবিন একটি অসমিয়া গান গেয়েছেন। যার প্রথম লাইনেই রয়েছে ‘পলিটিক্স ন করিবো বন্ধু’। অভিযোগ গানের এই লাইনের আগে জুবিন নাকি প্রয়াত গায়ক ভূপেন হাজারিকা সম্পর্কে বেশ কয়েকটি আপত্তিকর কথা বলেছেন। অসমের তরুণ প্রজন্মের কাছে তিনি একজন আদর্শ। প্রচুর ফ্যানও রয়েছে এই গায়কের। সেক্ষেত্রে জুবিনের এই মন্তব্য তরুণ প্রজন্মের মধ্যে নেতিবাচক বার্তা ছড়াবে’ বলে মনে করছেন অনেকে। স্বাভাবিকভাবে গায়ক জুবিনের মন্তব্য জল্পনার সৃষ্টি করেছে। সদ্যই মরণোত্তর ভারতরত্ন সম্মান পেয়েছেন গায়ক ভূপেন হাজারিকা। আর সেই গায়ককেই অসম্মান করলেন আর এক গায়ক জুবিন গর্গ।
গায়ক জুবিন গর্গের বিরুদ্ধে উঠে এল এক নতুন অভিযোগ
সোমবার,২৮/০১/২০১৯
3545
বাংলা এক্সপ্রেস---