‘কৃষক বন্ধু নিশ্চিত আয়’ প্রকল্প নারায়ণগড় ব্লকে


সোমবার,২৮/০১/২০১৯
574

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: আজ সারা রাজ্যের সাথে সাথে অনুষ্ঠানিকভাবে নারায়ণগড় ব্লকের দুই মৌজা রায়পুর ও পারুলিয়া কৃষি কাজের উপর স্বনির্ভর মানুষদেরকে ফ্রম বিলির মাধ্যমে প্রতি এক একর জমিতে বছরে প্রায় পাঁচ হাজার টাকা ও তার চেয়ে কম পরিমাণ জমি থাকলে ন্যূনতম 1000 টাকা করে অনুদান দেয়া হয়।

এর পাশাপাশি কৃষক বন্ধু এই প্রকল্পে যারা ফ্রম ভর্তি করে আরজি দেবে সেই সব কৃষিজীবীদের 18 থেকে 60 বছর বয়সের মধ্যে স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যুতে এককালীন অনুদান দু লক্ষ টাকা দেয়া হবে, এমনটাই জানিয়েছেন নারায়ণগড় ব্লকের কৃষি দপ্তরের এ.ডি.য়ে Dr. কল্যাণ গাঙ্গুলী। এই প্রকল্পে রবি ও খরিফ ফসল চাষে দু’দফায় অনুদান দেওয়া হবে। শুধু এই দুই মৌজা নয় 517 টি মৌজায় কৃষকেরা এই অনুদানের দ্বারা উপকৃত হবে এমনটাই জানিয়েছেন নারায়ণগড় ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় মানিক কুমার সিনহা মহাপাত্র।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট