নিষিদ্ধ সরফরাজ!কে হলেন পাক দলের নতুন নেতা


সোমবার,২৮/০১/২০১৯
453

বাংলা এক্সপ্রেস---

বর্ণ বিদ্বেষমূলক মন্তব্যের জেরে নিষিদ্ধ হলেন পাক ক্রিকেট দলের ক্যাপটেন সরফরাজ আহমেদ।আইসিসির নিষেধাজ্ঞার ফলে তিনি চারটি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিতে পারবেন না।তাঁর জায়গায় নেতৃত্ব দেবেন পাক দলের সিনিয়র ক্রিকেটার অলরাউন্ডার শোয়েব মালিক। গত মঙ্গলবার ডারবানে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় পাকিস্থান ও সাউথ আফ্রিকা।ওই ম্যাচে পাক উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ সাউথ আফ্রিকান অলরাউন্ডার আন্ডিলে ফেলুকাইয়ারকে তার গায়ের রং নিয়ে বাজে মন্তব্য করে।ক্যারেবিয়ান অলরাউন্ডারটি তখন ব্যাট করছিলেন।উর্দু ভাষায় করা সরফরাজের পুরো কথা স্টাম্প মাইকে ধরা পড়ে।মন্তব্যটি করা মোটেও ঠিক হয়নি বুঝতে পেরে সরফরাজ ভূল স্বীকার করে ক্ষমা চান আইসিসির কাছে।এমনকি সাউথ আফ্রিকি জনগন এবং ব্যাক্তিগত ভাবে আন্ডেলে ফেলুকাইয়ার এর নিকটে ক্ষমা চেয়েছেন।পুরো ঘটনার জন্য সরফরাজ অনুতপ্ত বলেও জানান। সবকিছু ক্ষতিয়ে দেখে ক্রিকেটের সর্ব্চ্চ নিয়ামক সংস্থা আইসিসি সরফরাজ কে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেন।ফলে ক্যারেবিয়ানদের বিরুদ্ধে পরবর্তী দুটি ওডিআই এবং টি২০ সিরিজের প্রথম দুটিতে অংশ নিতে পারবেন না।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট