নিজস্ব প্রতিবেদন ঃ সিরিজ জয়ের আনন্দে যখন ভাসছে গোটা দল ঠিক তখনই বয়ে এল এক দুসংবাদ। অম্বাতি রায়ডুকে নির্বাসিত করল আইসিসি।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে রায়ডুর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। সুত্রের খবর তাকে বোলিং এর কিছু শর্ত দেওয়া হলেও তা তিনি মানেননি।যার জেরে তাঁর জন্য শাস্তি পেতে হল এই তারকা ক্রিকেটারকে। পরীক্ষায় না বসায় আইসিসি-র ৪.২ নম্বর নিয়ম অনুযায়ী বোলিং থেকে নির্বাসিত করা হয় ভারতের তারকা অলরাউন্ডারকে।চলতি মাসের ১৩ তারিখে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম একদিনের ম্যাচে রায়াডুর বোলিং একশন নিয়ে রিপোর্ট জমা দেন।আইসিসির নিয়মানুযায়ি অন্ধ্রপ্রদেশের ক্রিকারটি ১৪ দিনের মধ্যে বোলিং একশনের পরিক্ষায় যোগ দেননি।যতো দিননা তিনি প্রমাণ দিচ্ছেন যে ,তার বোলিং একশন বিধিসম্মত ততো দিন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না।৪৯ টি ওডিআই ম্যাচে রায়াডু মাত্র ১২১ টি বল করেছেন।আন্তর্জাতিক টি২০ টিতে তিনি কোন বল করেননি।ঘরোয়া ক্রিকেটে অবশ্য বল করতে কোন বাধা নেই ভারতীয় দলের এই পার্টটাইম বোলারটির।
সিরিজ জেতার দিনেই দুঃসংবাদ ভারতীয় ক্রিকেটে।
সোমবার,২৮/০১/২০১৯
877
বাংলা এক্সপ্রেস---