হাওড়া খড়গপুর শাখায় রেল লাইন টপকানো দস্তর হয়ে উঠেছে


মঙ্গলবার,২৯/০১/২০১৯
503

আক্তারুল খাঁন---

হাওড়া: প্রায় নিয়ম করে প্রচার চালানো হচ্ছে তবুও হুশ ফিরছে কোথায়? স্টেশনে ওভারব্রিজ থাকলেও সময় বাঁচাতে লাইন টপকে যাওয়ার রেওয়াজ রয়ে গেছে সেই আগের মতন। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় প্রত্যেকটি স্টেশনে রয়েছে ওভারব্রিজ। লাইন পার করে যেতে নিষেধ করে ঘোষণা করা হচ্ছে,তবুও ভোর থেকে রাত অবধি লাইন পার করে যাওয়ার ছবি চোখে পড়বে। অনেকে দুর্ঘটনার কবলে পড়েছেন কেউ আবার আর পি এফ কে ফাইন দিয়ে নিস্তার পেয়েছে।

দক্ষিণ-পূর্ব রেলের দাসনগর একটি ব্যস্ততম স্টেশন। ভোরের প্রথম লোকাল থেকে শুরু করে রাতের শেষ লোকাল অবধি দাসনগর স্টেশনে হাজার হাজার মানুষ যাতায়াত করে।দাসনগর স্টেশনে ওভারব্রিজ না থাকলেও সাবওয়ে রয়েছে।সময় বাঁচাতে পুরুষ থেকে মহিলা,স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সকলেই জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার করেই চলেছে। বলবার কোনো অবকাশ নেই।

আর পি এফ সূত্রে খবর, লাইন টপকাতে গিয়ে ধরা পরলে ফাইল নেওয়া হয় পরে যেই কে সেই। দেখা গেছে এক ব্যক্তি দু-তিনবার ফাইন দিয়েছে তবুও লাইন টপকানো ছাড়েনি। কবে লাইন টপকানো ছেড়ে ওভারব্রীজ ধরে হেঁটে যাবার হুশ ফিরবে এর উত্তর কারো কাছে নেই।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট