মালঞ্চ নব নালন্দা কিডস্ স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান


বুধবার,৩০/০১/২০১৯
585

হাবিব উল ইসলাম---

উত্তর ২৪ পরগণা: বসিরহাটের মিনাখাঁ ব্লকের মালঞ্চ নব নালন্দা কিডস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল মঙ্গলবার। সকাল দশটায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্থানীয় এলাকার নামী স্কুলটির এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।

বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য ছিল দৌড়, ক্যাঙারু রেস, গ্রাসহপার রেস, অঙ্ক দৌড় সহ বিভিন্ন খেলার পাশাপাশি চিত্তাকর্ষক যেমন খুশি সাজো প্রতিযোগিতা। এমনকি ছাত্রছাত্রীদের অভিভাবিকাদের জন্য ছিল মিউজিক্যাল হ্যাট কনটেস্ট। খেলার শেষে সফল প্রতিযোগী ও গত শিক্ষাবর্ষের কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন এই স্কুলের প্রধান শিক্ষিকা জুলেখা হাবিব ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট