ইট ভাটায় কাজ করার সময় ধস নেমে মাটি চাপা পড়ে মৃত্যু এক শ্রমিকের


বুধবার,৩০/০১/২০১৯
494

বাংলা এক্সপ্রেস---

হরিহরপাড়াঃ ইট ভাটায় কাজ করার সময় ধস নেমে মাটি চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের আহত আরও দুই শ্রমিক। ঘটনাটি ঘটেছে বুধবার সাত সকালে হরিহরপাড়া থানার আব্দুলপুর গ্রামে। এদিন খুব সকালে আব্দুলপাড়া গ্রামের একটি ইট ভাটায় শ্রমিকরা কাজ করছিল। ভাটার মাটি কাটার সময় হঠাৎই ধস নেমে আসে। আর সেই ধসে মাটি চাপা পড়ে কয়েকজন শ্রমিকেরা। আহতদের চিৎকারে ছুটে আসে অন্যান্য শ্রমিকেরা।

তারা এসে আহতদের উদ্ধার করার চেষ্টা করে। ঘটনাস্থলেই মৃত্যু হল হুমায়ুন সেখ(৪৫) নামে এক শ্রমিকের। আহত শ্রমিক রুবেল সেখ এবং মইনুল সেখকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহত ও মৃত প্রত্যেকেরই বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার আব্দুলপুর গ্রামে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট