হাতি বেশ বুদ্ধিমান তাই তার মোকাবিলায় বনদপ্তর কে বেশ বেগ পেতে হচ্ছে : বিনয় কৃষ্ণ বর্মন


বৃহস্পতিবার,৩১/০১/২০১৯
503

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: হাতি সমস্যার সমাধানে কোন নিদান দিতে পারল না বনমন্ত্রী। চলতি মরসুমে হাতির হানায় বেশ কয়েকটি অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে বিশাল পরিমাণে। প্রাণ গিয়েছে বেশ কয়েকজন সাধারণ গ্রামবাসীদেরও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে কড়া ধমক দিয়েছিলেন বনদপ্তর কে। কিন্তু তারপরেও চিত্রটা যে বদলায়নি তা পরিষ্কার বিগত কয়েক দিনের হাতির হানার ঘটনা থেকেই।

বৃহস্পতিবার মেদিনীপুর শহরের উপকণ্ঠে বন বান্ধব উৎসবে যোগ দিতে এসে রাজ্যের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন জানান, হাতি বেশ বুদ্ধিমান তাই তার মোকাবিলায় বনদপ্তর কে বেশ বেগ পেতে হচ্ছে। তৈরি করা যাচ্ছে না সঠিক রুট ম্যাপও। পাল্টা বনমন্ত্রীর অভিযোগ, হাতি তাড়ানোর জন্য ব্যবস্থা করার কথা ভাবলে বিভিন্ন রকম ভাবে কেস করা হচ্ছে সুপ্রিম কোর্টে, আর যার ফলে হাতি তারা নয় কোন কড়া পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। তবে হাতির হানায় মৃত্যু যে দুঃখজনক তা অবশ্য স্বীকার করে নিয়েছেন বনমন্ত্রী। তাহলে হাতির হানা রোখা কি অসম্ভব সেটাই প্রশ্ন সাধারণ গ্রামবাসীদের মধ্যে ॥

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট