৫৫০ মিটার লম্বা ‘বুর্জ জুমেইরা’ টাওয়ার বানানোর কথা ঘোষণা করেছে দুবাই


শনিবার,০২/০২/২০১৯
758

বাংলা এক্সপ্রেস---

বিশ্ব এক্সপো ২০২০র জন্য বিশ্বব্যাপী নির্মাণ প্রকল্পগুলি তৈরী করছে দুবাই। কাজটি যে খুব সক্রিয় ভাবে চলছে তার প্রমান পাওয়া গেল। দুবাইতে হতে চলেছে ৫৫০ মিটারের টাওয়ার। এটি নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের থেকেও লম্বা, রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ সংস্থা দুবাই হোল্ডিং তথ্যটি প্রকাশ করেছে।

বুর্জ জুমাইরা অবস্থিত দুবাইয়ের আল সুফুহ র কাছাকাছি। এটির প্রথম ভাগ তৈরী হবে ২০২৩ সালের মধ্যে। বুর্জ জুমেরার ডিজাইনটি দুবাই হোল্ডিং অনুসারে মরুভূমির বালিয়াড়ি দ্বারা অনুপ্রাণিত। এখানে বিশ্রাম নেওয়ার ঘর এবং রেস্টুরেন্টের সাথে ১৪৭৬ ফুট (৪৫০ মিটার) একটি প্ল্যাটফর্ম থাকবে। এছাড়াও একটি পর্যবেক্ষণ ডেক থাকবে যেটি শহর জুড়ে ৩৬০ ডিগ্রী দৃশ্য বহন করবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট