প্রথম দিনেই নজর কাড়ল কলকাতা বইমেলা


শনিবার,০২/০২/২০১৯
419

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ; প্রথম দিনেই উপচে পড়ল ভিড় কলকাতা বইমেলা প্রাঙ্গন জুড়ে। বইপ্রেমী মানুষরা সাড়া বছর ধরে অপেক্ষা করে থাকেন কলকাতা বইমেলার জন্য। ৪৩তম আন্তর্জাতিক বইমেলার থিম এবার ‘‌গুয়াতেমালা’‌। যাঁরা বলেন, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট মানুষকে বইয়ের থেকে অনেকটা দূরে সরিয়ে দিচ্ছে, সেইসব ধারনা যে ভুল তা আবার প্রমানিত হল । শুরু হয়ে গেছে বিশেষ বাস–পরিষেবা, তৎপর পুলিশ প্রশাসনও। সব মিলিয়ে বইপোকাদের জন্য মঞ্চ তৈরি। এবার যত দিন যাবে, তত বাড়বে ভিড় বলে মনে করছেন অনেকে। এছাড়া বইমেলায় এবার ভিড় জমিয়েছেন তরুন পাঠকরাও। সবমিলিয়ে প্রথম দিন থেকেই জমজমাট কলকাতা বইমেলা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট