বিজেপির পথসভা ঘৃত গ্রাম অঞ্চলে, পাঁচ শতাধিক কর্মী যোগ বিজেপিতে


রবিবার,০৩/০২/২০১৯
422

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: সামনে লোকসভা নির্বাচন।আর যা বুঝেছ কেশিয়াড়ী ব্লকের নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষে অঞ্চল ভেদে কর্মী গোটাচ্ছে বিজেপি। কেশিয়াড়ি তে ১ নং ঘৃতগ্রাম অঞ্চলে রবিবার বিজেপি দল মিছিল ও পথসভা আয়োজন করে। কেশিয়াড়ি বিজেপি উত্তর মন্ডল এর আয়োজনে এই দিনের এই পথ সভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের বিজেপির জেলা সভাপতি সমিত দাস, এস সি মোর্চা সহ-সভাপতি বিবেক শংকর,উত্তর মন্ডলের সভাপতি জগন্নাথ সহ প্রমুখ নেতৃত্ব। এই দিনের এই জনসভা থেকে ঘৃতগ্রাম অঞ্চলের দল থেকে প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করে।

এদিনের সভা থেকে লোকসভা নির্বাচনের প্রাক প্রস্তুতি শুরু করল বিজেপি। পাশাপাশি বিজেপি জেলা সভাপতি শুভেন্দু অধিকারী সহ তৃণমূল দলের কঠোর সমালোচনা করে এদিন। কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে তৃণমূল দলের তাবেদারি করছে কেশিয়াড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলেও অভিযোগ সমিত দাসের। তিনি বলেন, ভোটের পর রাজনীতি দেখবে তৃণমূল। লোকসভা নির্বাচবের আগে সাধারনের ভোট কুড়াতে মরিয়া বিজেপি দল।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট