নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার রাতে কৃষ্ণনগরে অনুষ্ঠান শেষে রীতিমতো গেট বন্ধ করে জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী ও তাঁর সহশিল্পীদের দীর্ঘক্ষণ আটকে রাখা হল।রাতে ঘটনাস্থল থেকে ফেসবুকে লাইভে গোটা ঘটনাটি তুলে ধরেন গায়িকা ইমন চক্রবর্তী নিজেই। গায়িকা ইমন চক্রবর্তীর দাবি, সন্ধ্যা ৮টা নাগাদ কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠান মঞ্চে ওঠেন। প্রায় পৌন দু’ঘণ্টা গানও গেয়েছেন। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর অভব্য আচরণ করতে শুরু করেন আয়োজকরা। এমনকী, ইমন ও তাঁর সঙ্গীরা যাতে অনুষ্ঠানস্থল থেকে বেরোতে না পারেন, তারজন্য গেটও আটকে দেওয়া হয়। এদিন গায়িকা আরও জানান তাঁর মিউজিশিয়ান বন্ধুদেরও হেনস্থা করা হয়।
হেনস্তার শিকার বিখ্যাত গায়িকা ইমন চক্রবর্তী
সোমবার,০৪/০২/২০১৯
3398
বাংলা এক্সপ্রেস---